Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter

সিটিজেন চার্টার :

 

ক্রমিক নং

সেবার ধরন

সেবা প্রদানের সময় সীমা

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের স্থান

০১। ক)

প্রশিক্ষণ সংক্রান্ত:

০২ মাস ১৫ দিন মেয়াদী গবাদি পশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোস© (আবাসিক)

মহাপরিচালক/উপ-পরিচালক এর কাযা©লয় হতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দেশিত তারিখ ও সময় মোতাবেক উপজেলা কাযা©লয়ে আবেদন পত্র গ্রহণ ও প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়।

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম ৮ম শ্রেণী পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব/যুব মহিলা নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কাযা©লয়ে আবেদন করবেন। উপজেলা কাযা©লয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কাযা©লয়ে প্রেরণ করবেন। অত:পর জেলা কাযা©লয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করে উপজেলার জন্য নির্ধারিত কোটা মোতাবেক চুড়ান্ত ভাবে প্রার্থী নিবা©চিত করে নিবা©চিতদের যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণে ভর্তির জন্য প্রেরণ করবেন।

ভর্তি ফি ১০০(একশত) টাকা এবং প্রশিক্ষণটি আবাসিক বিধায় প্রত্যেককে মাসিক ১২০০/= টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।

উপ-পরিচালকের কাযা©লয়, যুব উন্নয়ন অধিদপ্তর, মোল্লাপাড়া, কিশোরগঞ্জ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তারকাযা©লয়, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।

খ)

০১ মাস মেয়াদী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোস©(অনাবাসিক)

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম ৮ম শ্রেণী পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব/যুব মহিলা নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কাযা©লয়ে আবেদন করবেন। উপজেলা কাযা©লয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কাযা©লয়ে প্রেরণ করবেন। অত:পর জেলা কাযা©লয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করে উপজেলার জন্য নির্ধারিত কোটা মোতাবেক চুড়ান্ত ভাবে প্রার্থী নিবা©চিত করবেন এবং নিবা©চিত প্রার্থীগণ প্রশিক্ষণের জন্য ভর্তি হবেন।

ভর্তি ফি= ৫০/= টাকা।

গ)

০৬ মাস মেয়াদী মর্ডাণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন কোস©(অনাবাসিক)

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম এইচ,এস,সি পাশ, প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব/যুব মহিলা নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কাযা©লয়ে আবেদন করবেন। উপজেলা কাযা©লয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কাযা©লয়ে প্রেরণ করবেন। অত:পর জেলা কাযা©লয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করে উপজেলার জন্য নির্ধারিত কোটা মোতাবেক চুড়ান্ত ভাবে প্রার্থী নিবা©চিত করবেন এবং নিবা©চিত প্রার্থীগণ প্রশিক্ষণের জন্য ভর্তি হবেন।

ভর্তি ফি= ৫০০/= টাকা।

ঘ)

০৩/০৬ মাস মেয়াদী পোষাক তৈরী ও দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কোস©(অনাবাসিক)

(শুধু মাত্র মহিলাদের জন্য)

মহাপরিচালক/উপ-পরিচালক এর কাযা©লয় হতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দেশিত তারিখ ও সময় মোতাবেক উপজেলা কাযা©লয়ে আবেদন পত্র গ্রহণ ও প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়।

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম ৮ম শ্রেণী/এস,এস,সি পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব মহিলা নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কাযা©লয়ে আবেদন করবেন। উপজেলা কাযা©লয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কাযা©লয়ে প্রেরণ করবেন। অত:পর জেলা কাযা©লয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করে উপজেলার জন্য নির্ধারিত কোটা মোতাবেক চুড়ান্ত ভাবে প্রার্থী নিবা©চিত করবেন এবং নিবা©চিত প্রার্থীগণ প্রশিক্ষণের জন্য ভর্তি হবেন।

ভর্তি ফি= ৫০/= টাকা।

উপ-পরিচালকের কাযা©লয়, যুব উন্নয়ন অধিদপ্তর, মোল্লাপাড়া, কিশোরগঞ্জ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তারকাযা©লয়, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।

ঙ)

০৬ মাস মেয়াদী কম্পিউটার বেসিক কোস©(অনাবাসিক)

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম এইচ,এস,সি পাশ, প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব/যুব মহিলা নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কাযা©লয়ে আবেদন করবেন। উপজেলা কাযা©লয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কাযা©লয়ে প্রেরণ করবেন। অত:পর জেলা কাযা©লয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করে উপজেলার জন্য নির্ধারিত কোটা মোতাবেক চুড়ান্ত ভাবে প্রার্থী নিবা©চিত করবেন এবং নিবা©চিত প্রার্থীগণ প্রশিক্ষণের জন্য ভর্তি হবেন।

ভর্তি ফি= ১০০০/= টাকা।

চ)

০৬ মাস মেয়াদী ইলেকট্রনিক্স প্রশিক্ষণ কোস©(অনাবাসিক)

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম এস,এস,সি পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব/যুব মহিলা নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কাযা©লয়ে আবেদন করবেন। উপজেলা কাযা©লয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কাযা©লয়ে প্রেরণ করবেন। অত:পর জেলা কাযা©লয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করে উপজেলার জন্য নির্ধারিত কোটা মোতাবেক চুড়ান্ত ভাবে প্রার্থী নিবা©চিত করবেন এবং নিবা©চিত প্রার্থীগণ প্রশিক্ষণের জন্য ভর্তি হবেন।

ভর্তি ফি= ৩০০/= টাকা।

ছ)

০৬ মাস মেয়াদী ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং  প্রশিক্ষণ কোস©(অনাবাসিক)

মহাপরিচালক/উপ-পরিচালক এর কাযা©লয় হতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দেশিত তারিখ ও সময় মোতাবেক উপজেলা কাযা©লয়ে আবেদন পত্র গ্রহণ ও প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়।

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম অষ্টম শ্রেণী পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব/যুব মহিলা নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কাযা©লয়ে আবেদন করবেন। উপজেলা কাযা©লয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কাযা©লয়ে প্রেরণ করবেন। অত:পর জেলা কাযা©লয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করে উপজেলার জন্য নির্ধারিত কোটা মোতাবেক চুড়ান্ত ভাবে প্রার্থী নিবা©চিত করবেন এবং নিবা©চিত প্রার্থীগণ প্রশিক্ষণের জন্য ভর্তি হবেন।

ভর্তি ফি= ৩০০/= টাকা।

উপ-পরিচালকের কাযা©লয়, যুব উন্নয়ন অধিদপ্তর, মোল্লাপাড়া, কিশোরগঞ্জ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তারকাযা©লয়, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।

জ)

০৬ মাস মেয়াদী রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং  প্রশিক্ষণ কোস©(অনাবাসিক)

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম এস,এস,সি পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব/যুব মহিলা নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কাযা©লয়ে আবেদন করবেন। উপজেলা কাযা©লয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কাযা©লয়ে প্রেরণ করবেন। অত:পর জেলা কাযা©লয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করে উপজেলার জন্য নির্ধারিত কোটা মোতাবেক চুড়ান্ত ভাবে প্রার্থী নিবা©চিত করবেন এবং নিবা©চিত প্রার্থীগণ প্রশিক্ষণের জন্য ভর্তি হবেন।

ভর্তি ফি= ৩০০/= টাকা।

ঝ)

০৭-১০ দিন মেয়াদী কৃষি, মৎস্য, পশুপালন, ক্ষুদ্র ও কুটির শিল্প সহ এলাকার চাহিদানুসারে বিভিন্ন ধরণের ৪১টি ট্রেডে ভ্রাম্যমান প্রশিক্ষণ কোস©(অনাবাসিক ও অপ্রাতিষ্ঠানিক কোস©)

মহাপরিচালকের কাযা©লয় হতে উপজেলা কাযা©লয়কে দেয় বার্ষিক লক্ষমাত্রার আলোকে উপজেলা কাযা©লয় কর্তৃক লক্ষমাত্রা পূরণের নিমিত্তে প্রায় প্রতি মাসেই ০১টি ব্যাচ (৩০ জন) পরিচালনার জন্য বিজ্ঞপ্তি প্রদান ও আবেদন পত্র গ্রহণ করা হয়।

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম ৫ম শ্রেণী পাশ প্রশিক্ষণে আগ্রহী যুব/যুব মহিলা উপজেলা কাযা©লয় কর্তৃক  নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কাযা©লয়ে আবেদন করবেন। উপজেলা কাযা©লয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই পূব©ক কমপক্ষে ৩০ জনের একটি তালিকা প্রস্তুত করে অনুমোদনের জন্য জেলা কাযা©লয়ে প্রেরণ করবেন। জেলা কাযা©লয় হতে  অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে উপজেলা কাযা©লয় কর্তৃক স্থানীয় চাহিদার ভিত্তিতে উপজেলা কাযা©লয় বা কোন শিক্ষা প্রতিষ্ঠান বা সংগঠনের কাযা©লয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

উক্ত প্রশিক্ষণে কোন কোস©ফি নাই।  

উপ-পরিচালকের কাযা©লয়, যুব উন্নয়ন অধিদপ্তর, মোল্লাপাড়া, কিশোরগঞ্জ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তারকাযা©লয়, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।

০১। ক)

ঋণ সংক্রান্ত :

ঋণ কমর্সূচীর আওতায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কোসে©প্রশিক্ষিত যুবদের একক ঋণ প্রদান করা হয়। প্রতিষ্ঠানিক ট্রেডে সব©নিম্ন ১০,০০০/=টাকা হতে সবোর্চ্চ ৫০,০০০/= টাকা  এবং অপ্রাতিষ্ঠানিক ট্রেডে ৫০০০/= টাকা হতে ২৫,০০০/= টাকা পযর্ন্ত ঋণ প্রদান করা হয়।   

একজন প্রশিক্ষিত যুব/যুব মহিলা উপজেলা কাযা©লয়ে সাদা কাগজে আবেদন পত্র দাখিলের পর

০৭-৩০ দিন ।

(উল্লেখ্য ঋণের অর্থের বাজেট না থাকলে বা ঘূর্ণায়মান তহবিলে প্রয়োজনীয় স্থিতি না থাকলে উক্ত সময়ের তারতম্য হতে পারে।)

একজন প্রশিক্ষিত যুব/যুব মহিলা সাদা কাগজে উপজেলা কাযা©লয়ে আবেদন পত্র দাখিল করলে তার প্রকল্প পরিদশ©ন পূব©কনীতিমালায় প্রদত্ত শত© মোতাবেক নিবা©চিত হলে তাকে ১০/= টাকার বিনিময়ে ০১টি নির্ধারিত আবেদন ফরম প্রদান করা হয়। অত:পর ফরমটি প্রয়োজনীয় কাগজ পত্র সহ উপজেলা কাযা©লয়ে জমা প্রদান করা হলে ইহা পরীক্ষা নিরীক্ষা করে প্রাতিষ্ঠানিক হলে সুপারিশ সহ জেলা যুব ঋণ অনুমোদন কমিটিতে এবং অপ্রাতিষ্ঠানিক হলে উপজেলা যুব ঋণ অনুমোদন কমিটিতে উপস্থাপন করা হয়। যুব ঋণ অনুমোদন কমিটি অনুমোদন সাপেক্ষে নীতিমালার সকল শর্তাদি পূরণ পূব©ক একাউন্ট পেয়ী চেকের মাধ্যমে উপজেলা কাযা©লয় হতে ঋণ প্রদান করা হয়।

উপ-পরিচালকের কাযা©লয়, যুব উন্নয়ন অধিদপ্তর, মোল্লাপাড়া, কিশোরগঞ্জ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তারকাযা©লয়, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।

০৩।

 

ক)

অন্যান্য কাযা©ক্রম সংক্রান্ত :

যুব নেতৃত্বের বিকাশে যুব সংগঠন তালিকা ভূক্ত করা হয়।

 

 

যুব সংগঠন কর্তৃক উপজেলা কাযা©লয়ে সাদা কাগজে আবেদন পত্র দাখিলের পর

০৭-৩০ দিন ।

 

 

কোন যুব সংগঠন তালিকা ভূক্তির জন্য উপজেলা কাযা©লয়ে সাদা কাগজে আবেদন পত্র দাখিল করলে উক্ত সংগঠনটির কায©ক্রম পরিদশ©ন পূব©ক নীতিমালায় চাহিতশর্তাদিমোতাবেক নিবা©চিত হলে উক্ত সংগঠনকে অধিদপ্তরের নির্ধারিত ফরম প্রদান করা হয়।অত:পর উক্ত সংগঠন প্রয়োজনীয় কাগজ পত্র সহ আবেদন পত্র খানা উপজেলা কাযা©লয়ে জমা প্রদান করলে ইহা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ সহ জেলা কাযা©লয়ে প্রেরণ করা হয়। জেলা কাযা©লয় পূনরায় পরীক্ষা নিরীক্ষান্তে তালিকা ভুক্ত করেন।

 

 

খ)

দেশের আথ©সামাজিক উন্নয়নে বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনকে অধিদপ্তর কর্তৃক যুব কল্যাণ তহবিল বা অনুন্নয়ন খাত হতে অনুদান প্রদান করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়/মহাপরিচালক এর কাযা©লয় হতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দেশিত তারিখ মোতাবেকউপজেলা কাযা©লয়ে আবেদন পত্র গ্রহণ করা হয়।

যুব সংগঠন কর্তৃক নীতিমালার আলোকে শর্তাদি পূরণ সাপেক্ষে নির্ধারিত ফরমে উপজেলা কাযা©লয়ে আবেদন পত্র দাখিল করলে উপজেলা কাযা©লয় প্রাপ্ত আবেদন পত্র সমূহ যাচাই বাছাই পূব©ক উপজেলা নিবা©হী অফিসার  মহোদয়ের সুপারিশ সহ জেলা কাযা©লয়ে প্রেরণ করেন। অত:পর জেলা কাযা©লয় ইহা আরও পরীক্ষা নিরীক্ষান্তে জেলা প্রশাসক মহোদয় এর সুপারিশ  সহ অধিদপ্তরের প্রধান কাযা©লয়ে প্রেরণ করেন। পরবর্তীতে ক্ষেত্র ভেদে মন্ত্রণালয় বা অধিদপ্তরের প্রধান কাযা©লয় হতে সংগঠনকে অনুদান প্রদান করা হয়।

                           

 

 

 

 

উপরোক্ত সেবা কায©ক্রম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূণ©বিষয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধি মূলক কমর্সূচীর আওতায় বেকার যুবদের আত্মকম©সংস্থান, এইচআইভি/এইডস/এসটিডি প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, মাদক দ্রব্যের অপব্যবহার, সামাজিক রীতি-নীতি, মূল্যবোধ, জেন্ডার ও উন্নয়ন, যৌতুক, সুশাসন, দূযো©গ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, জনসংখ্যা নিয়ন্ত্রন, পরিবার কল্যাণ ইত্যাদি বিষয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধি করা হয়।

 

যোগাযোগ:

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

কিশোরগঞ্জ সদর